Monday, April 23, 2018

নিচের কোন জেলায় বর্তমানে চা বাগান করা হচ্ছে???

উত্তরঃ পঞ্চগড়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত???

উত্তরঃ মৌলভীবাজার।

'দিদৃক্ষা' বাগধারাটির অর্থ কি???

উত্তরঃ দর্শন করার ইচ্ছা।

'নির্নিমেষ' শব্দের অর্থ কি???

উত্তরঃ অপলক।

'মূড়তা' শব্দের অর্থ কি???

উত্তরঃ  অনভিজ্ঞতা।

এক কথায় প্রকাশ করোঃ "যে নারীর হিংসা নেই" ???

উত্তরঃ অনূসূয়া।

'সোপান' শব্দের অর্থ কি???

উত্তরঃ সিঁড়ি।

নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি???

উত্তরঃ মশা মারতে কামান দাগা।

' অর্ঘ্ ' শব্দের অর্থ কি???

উত্তরঃ পূজার উপকরন, মূল্য।

'চয়ন' শব্দের অর্থ কি???

উত্তরঃ সম্ভার।

'আদিখ্যেতা' শব্দের অর্থ কি???

উত্তরঃ ন্যাকামি।

Wednesday, April 18, 2018

জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে???

উত্তরঃ নীল ও সাদা।

I am good --------- cricket.

ans: at
(explanation) কোন কিছুতে দক্ষ বুঝাতে good এরপর at বসে।

সেলিম ১৫৬০ টাকা নিয়ে বাজারে গেলো। ৬৬০ টাকার মাছ, ২৫৫ টাকার সবজী, ৪৭০ টাকার মাংস কিনলো। এখন তার কাছে কত টাকা আছে???

উত্তরঃ ১৭৫ টাকা
(ব্যখ্যা) মাছ   ৬৬০ টাকা
        সবজী   ২৫৫  টাকা
        মাংস    ৪৭০  টাকা          
 মোট ব্যয় = ১৩৮৫ টাকা
হাতে থাকলো= ১৬৫০-১৩৮৫ = ১৭৫ টাকা

ঢাকা থেকে খুলনা এর দূরত্ব ২৬৫ কি.মি.।একটি বাস ৫ ঘন্টাই খুলনা থেকে ঢাকা চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কি.মি./ঘন্টা???

উত্তরঃ ৫৩ ঘন্টা।
(ব্যাখ্যা) গতিবেগ = মোট দূরত্ব /সময়
                    = ২৬৫/৫ = ৫৩ কি.মি./ঘন্টা

বাংলাদেশে মোট কতটি জেলা আছে???

উত্তরঃ ৬৪ টি।

কোন ফসলকে সোনালী আঁশ বলা হয়???

উত্তরঃ পাট।

বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি ???

উত্তরঃ ২ টি (ভারত, মিয়ানমার)।
(ব্যাখ্যা) ভারতের সাথে ৩৭১৫ কি.মি. এবং মিয়ানমারএর সাথে ২৮০ কি.মি.।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন 'বীরশ্রেষ্ঠ' উপাধি লাভ করেছেন???

উত্তরঃ ৭ জন।

বাঘ কোন বনে পাওয়া যায়???

উত্তরঃ সুন্দরবনে।

বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলার নাম কি???

উত্তরঃ ঢাকা।

বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে পালিত হয়???

উত্তরঃ ২৬শে মার্চ।

ভারতের রাজধানীর নাম কি???

উত্তরঃ নয়াদিল্লী।

কোন প্রাণির কামড়লে জলাতংক রোগ হবার সম্ভাবনা রয়েছে???

উত্তরঃ কুকুর।

Saturday, April 14, 2018

মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি???

উত্তরঃ ডলার।
(ব্যাখ্যা) মুদ্রার নাম ডলার এমন দেশের মধ্যে জিম্বাবুয়ে, কানাডা, অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর, নিউজিল্যন্ড ইত্যাদি।

সার্কভুক্ত দেশের সংখা কয়টি???

উত্তরঃ ৮টি।

'বগা লেক' কোন জেলায় অবস্থিত???

উত্তরঃ বান্দরবান।

বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি???

উত্তরঃ নাফ।
(ব্যাখ্যা) বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ। নাফ নদীর দৈঘ ৫৬ কি.মি ।

'গোল্ডেন ডাক' কথাটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত/সম্পৃক্ত ???

উত্তরঃ ক্রিকেট।

কম্পিউটারের প্রিন্টার কি ধরনের ডিভাইস?

উত্তরঃ আউটপুট।
(ব্যাখ্যা)  কম্পিউটারের আউটপুট ডিভাইসের মধ্যে আরো আছে মনিটর, স্পিকার,হেডফোন ইত্যাদি।

বাংলাদেশের জাতীয় খেলার নাম কি???

উত্তরঃ কাবাডি।

বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ এর নাম কি???

উত্তরঃ গ্যাস।
(ব্যাখ্যা) বাংলাদেশে এ পর্যন্ত মোট ২৬ টি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে (জুন ২০১৭)।

'গোড়ায় গলদ' বাগধারাটির সঠিক আর্থ কি???

উত্তরঃ শুরুতে ভুল।

সন্ধি বিচ্ছেদ করুনঃ 'বিদ্যালয়'।

উত্তরঃ বিদ্যা+আলয়।

'অক্কা পাওয়া' বাগধারাটির সঠিক আর্থ কি???

উত্তরঃ মরা।
(ব্যাখ্যা) অক্কা পাওয়া/পটল তোলা আর্থ  মারা যাওয়া।

এক কথায় প্রকাশ করুনঃ 'যে বেশি কথা বলে'-???

উত্তরঃ বাচাল।

"আকাশ" এর বিপরীত শব্দ কি???

উত্তরঃ পাতাল।
(ব্যাখ্যা)"আকাশ" এর বিপরীত শব্দ 'পাতাল'।  "আকাশ" এর সমর্থক শব্দ আম্বর,গগন,নভঃ ইত্যাদি।

'কান কাটা' বাগধারাটির সঠিক অর্থ কি???

উত্তরঃ বেহায়া।

'ইহকাল' এর বিপরীত শব্দ কি???

উত্তরঃ পরকাল।

বাংলাদেশের জাতীইয় কবি কে???

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

বাংলা বর্ণমালা্য মোট কতটি বর্ণ আছে???

উত্তরঃ৫০টি। 
(ব্যাখ্যা) স্বরবর্ন- ১১টি ও ব্যাঞ্জনবর্ন- ৩৯টি।